নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে সতিনের ছেলে শাহিন হোসেনের (২০) দায়ের কোপে রাবেয়া বেগম (৬০) প্রাণ হারিয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গলাইকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ওই গ্রামের ইসরাইল হোসেনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ওইদিন বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ শাহিনকে আটক করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, ইসরাইলের আগের স্ত্রীর ছেলে শাহিনকে নিয়ে একই বাড়িতে বসবাস করে আসছিলেন রাবেয়া। শুক্রবার ইসরাইল হোসেন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যান। এ সময় শাহিন পারিবারিক কলহের জেরে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতে থাকা দা দিয়ে সৎমায়ের মাথায় আঘাত করে। এতে রাবেয়া বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গ্রামবাসী শাহিনকে আটক করে পুলিশে খবর দেয়।

নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান বলেন, খবর পেয়েই ওই বাড়িতে গিয়ে দেখি, রাবেয়া বেগমের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানতে পারিনি।'

নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির বলেন, শাহিনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।