কুমিল্লায় মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাজাহান মিয়া (৪০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর বজ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শাজাহান মিয়া নগরীর বজ্রপুর এলাকার মকসুদ মিয়ার ছেলে। এ নিয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের করা ১২টি মামলায় ৯৭ জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানায়, নগরীর নানুয়ারদিঘীরপাড় এলাকায় অস্থায়ী পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে ধর্মীয় অবমাননার ঘটনায় নগরীর বিভিন্ন মন্দিরে হামলা চালানো হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শাজাহান মিয়াকে শনাক্ত করা হয়। শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে শাজাহান মিয়াকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত বছরের ১৩ অক্টোবর নগরীর নানুয়ারদীঘির উত্তরপাড় এলাকার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার খবরে নগরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মন্দিরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।