- সারাদেশ
- ধলেশ্বরীতে ট্রলারডুবি: নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার
ধলেশ্বরীতে ট্রলারডুবি: নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে তাদের লাশ ভেসে ওঠে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ ফেরদৌস।
গত বুধবার সকালে ঘন কুয়াশার কারণে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে ঢাকাগামী এম.ভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় ৪০ জন যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। এ সময় ৮ জন ট্রলারের যাত্রী নিখোঁজ হয়।
মন্তব্য করুন