- সারাদেশ
- ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৩, আহত ৪
ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৩, আহত ৪

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। শনিবার রাত ১২ টার পরে উপজেলার কাটাখালী মুনষ্টার জুটমিলের সামনে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই বাগেরহাট হাকিমপুর মাদ্রাসার ছাত্র। তারা হলেন- হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আব্দুল গফুর ও হাফেজ সালাহউদ্দীন।
হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ জানান, শনিবার সন্ধ্যায় ওই তিন মাদ্রাসাছাত্র খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। রাতে খুলনা থেকে মাহেন্দ্রেযোগে মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেন। তাদের বহনকীরা মাহেন্দ্রটি ফকিরহাট উপজেলার কাটাখালী মুনষ্টার জুটমিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। এ সময় মাহেন্দ্রের আরও ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
কাটাখালি হাইওয়ে থানার ওসি মো. আলী জানান, দূর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ কাটাখালী হাইওয়ে থানায় এবং আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ওসি আরও বলেন, ডাম্পার ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি আটকের জোর চেষ্টা চলছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বলেও জানান তিনি।
মন্তব্য করুন