- সারাদেশ
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল রানা নামের পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বাড়ি মজলিশ এলাকার সানজিদা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গুরা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ জোনের পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর লাইনম্যান লেবেল ওয়ান হিসেবে কাজ করতেন।
সোনারগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির সোনারগাঁ জোনাল অফিসের ব্যবস্থাপক মো. দিলশাদ হোসেন জানান, বাড়ি মজলিশ এলাকায় বিদ্যুতের সব লাইন বন্ধ করে সানজিদা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের বিদ্যুৎ সংযোগে ত্রুটির কাজ করছিল সোহেল রানা ও রঞ্জিত । ধারণা করা হচ্ছে, কোনো লাইন লিকের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন