- সারাদেশ
- রাউজানে ৫ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রাউজানে ৫ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. শাহেদ - সমকাল
চট্টগ্রামের রাউজানে ৫ হাজার ১৪০ পিস ইয়াবাসহ মো. শাহেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ রাউজানের ব্রাহ্মণহাটের হক আর্কেড কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭-এর একটি দল। বৃহস্পতিবার দুপুরে শাহেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শাহেদ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের আহমেদ সৈয়দের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ইয়াবা বিক্রির উদ্দেশে মোটরসাইকেলে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে রাঙ্গুনিয়ায় যাওয়ার সময় র্যাব-৭-এর একটি দল শাহেদকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রতি প্যাকেটে ২০০ পিস করে ৫ হাজার পিস ও আলাদা প্যাকেটে ১৪০ পিসসহ মোট ৫ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বুধবার রাত ৮টার দিকে র্যাব-৭- হাটহাজারী শাখার সদস্যরা ৫ হাজার ১৪০ পিস ইয়াবাসহ এক যুবককে থানায় সোপর্দ করে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
মন্তব্য করুন