নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। 

শুক্রবার সকালে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বস্তল এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আড়াইহাজার থানার এসআই আব্দুর রহমান ঢালী ও ফকির ফ্যাশনের শ্রমিক বহনকারী গাড়ির স্টাফ মো. হানিফ বাদী হয়ে দুটি মামলা করেছেন। কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বজনদের অভিযোগ, একটি মামলার বাদী মো. হানিফ নিহতদের ডাকাত উল্লেখ করে মামলা করেছেন। তারা ঘটনা ভিন্ন খাতে নিতে চান।

তবে ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, নিহতদের স্বজনদের কাউকে সন্দেহ হলে থানায় জানাতে পারবেন। 

গত বৃহস্পতিবার ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদীবাগ এলাকায় স্থানীয়রা ডাকাত আখ্যা দিয়ে সোনারগাঁয়ের লেগুনার মালিক জহিরুল, চালক মফিজুল ও আড়াইহাজার উপজেলার নবীকে পিটিয়ে হত্যা করে।