কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ৩ জন।  

শুক্রবার বিকেল চারটার দিকে ঈদগাঁওর চান্দেরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার  জিশান (২৩) ও ছেনুয়ারা বেগম (৪৫)। 

রামুর তুলাবাগান হাইওয়ে ক্রসিং থানার এসআই মুজিবুর রহমান জানান, পূর্বাণী পরিবহনের বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী নিহত হন। 

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।