নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নগরীর ২৭টি ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় করেছেন বীর মুক্তিযোদ্ধারা। শুক্রবার নির্বাচনী প্রচারণার শেষদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গণসংযোগ করেন তারা।

দিনব্যাপী এই গণসংযোগ ও মতবিনিময়ে অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক যুগ্ম মহাসচিব শরীফ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতীক, 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে অ্যাডভোকেট নুরুল হুদা, কমান্ডার শাজাহান ভূঁইয়া জুলহাস, জামাল খান, মো. শাজাহান, নুর হোসেন মোল্লা, রমিজ উদ্দিন, হামিদুর রহমান বাঙ্গালী, মহর আলী চৌধুরী, কমান্ডার জহির উদ্দিন জহির প্রমুখ।

এ সময় বীর মুক্তিযোদ্ধার নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভোট দিয়ে চলমান উন্নয়নগুলো সচল রাখতে নারায়ণগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানান।