বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার আগে বৃহস্পতিবার রাতে কালাম মোল্লার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কালাম মোল্লা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বরিশাল জেলা শাখা এবং বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি।

ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল হক জানান, কাশীপুর ইউনিয়নের মগড় গ্রামের ৩০ বছর বয়সী এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে কাউন্সিলর কালাম মোল্লার বিরুদ্ধে মামলা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারী অভিযোগ দেওয়ার পর শুক্রবার বিকেলে সেটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়। ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কালাম মোল্লা তাকে ধর্ষণ করে আসছে। সর্বশেষ বৃহস্পতিবারও ওই নারী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেছেন।

এসআই সাইদুল হক জানান, শারীরিক পরীক্ষার জন্য অভিযোগকারী নারীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।