- সারাদেশ
- ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের
ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়- সমকাল
ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছে। শনিবার দুপুরে ফেনীর বিসিক শিল্পনগরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন।
নিহতরা হলেন- চট্টগ্রামের বাসিন্দা বিপ্লব (৪২) ও তার ছোট ভাই তুষার (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রাইভেট কারটি মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং অপর দুইজন আহত হয়। আশপাশের লোকজন ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে হতাহতদের উদ্ধার করে।
ফেনী হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে ফেনী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় সাজ্জাদ ও প্রণব নামে দু'জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন