ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছে। তারা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ভাকুড়া বাগমারা গ্রামে মৃত ফাকাসু মোহাম্মদের ছেলে করিমুল ইসলাম (৪৫) ও তার ছেলে আরমান হোসেন (১৪)। 

শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের চিলাছাপায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে মোটরসাইকেলে যাচ্ছিলেন করিমুল ইসলাম ও আরমান হোসেন। পথে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই করিমুল ইসলাম নিহত হন। গুরুতর আহত আরমান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঘাতক পিকআপ ও চালককে আটক করা হয়েছে।