- সারাদেশ
- পাবনা শহরের দিলালপুরে যুবককে কুপিয়ে হত্যা
পাবনা শহরের দিলালপুরে যুবককে কুপিয়ে হত্যা

পাবনায় সোহাগ শেখ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের দিলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগের বাড়ি সদর উপজেলার মাদারবাড়িয়া গ্রামে। তিনি স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তার মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে সোহাগকে হত্যা করা হতে পারে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
মন্তব্য করুন