- সারাদেশ
- আড়াইহাজারে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক
আড়াইহাজারে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

অভিযুক্ত সজীব
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার এ ঘটনায় ওই নারী থানায় একটি মামলা করেছেন। মামলার পর পুলিশ সজীব নামে এক যুবককে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, সজীব আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের খন্দকার কলাগাছিয়া গ্রামের স্বামী পরিত্যাক্তা ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয় তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ওই নারী সজীবকে বিয়ের কথা বললে সে বিয়ের বিষয়টি এড়িয়ে যায়। পরে ওই নারী শুক্রবার থানায় এসে সজীবকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান সমকালকে বলেন, ধর্ষণের শিকার নারীকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন