ফরিদপুরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় সিআইজি খামারিদের মাঝে আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি ব্যবস্থাপনা ও ব্যবসা ভিক্তিক খামার পরিচালনা বিষয়ক সিআইজি খামারি প্রশিক্ষণ (রিফ্রেশারর্স) অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম।

প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ্ মো. আহসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানিয়া আহমেদ।

দিনব্যাপী প্রশিক্ষণে ৩০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।