- সারাদেশ
- চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২৯.০৫
চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২৯.০৫
-samakal-61eba29f7f3ea.jpg)
চট্টগ্রামে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ। এ সময় শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে শনিবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বাসসের
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার জন্য ১৬টি ল্যাবরেটরির মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর ৬ ল্যাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭০৪ জন করোনা পজিটিভ হন।
নতুন শনাক্ত ৭০৪ জনের মধ্যে শহরের ৫৩১ ও ১৪ উপজেলার ১৭৩ জন। উপজেলার ১৭৩ জনের মধ্যে হাটহাজারীতে ৩৪, ফটিকছড়িতে ২৮, আনোয়ারায় ২৭, রাউজানে ২৩, রাঙ্গুনিয়ায় ১৬, মিরসরাইয়ে ১০, চন্দনাইশে ৮, বোয়ালখালীতে ৭, পটিয়া ও সাতকানিয়ায় ৬ জন করে, লোহাগাড়ায় ৩ জন, বাঁশখালী ও সন্দ্বীপে ২ জন করে এবং সীতাকুণ্ডে একজন রয়েছেন। কর্ণফুলী উপজেলায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।
সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ৭০৪ জন নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৯৭ জনে। এর মধ্যে শহরে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৩৬২ জন ও গ্রামে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৭৩৫ জন।
মন্তব্য করুন