বগুড়ায় ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা করতে গিয়ে অবশেষে ধরা পড়লেন মমিনুল ইসলাম নামে এক ব্যবসায়ী। শনিবার দুপুরে শহরের সাতমাথায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সের মমিন ড্রাগ হাউজ থেকে বিক্রয় নিষিদ্ধ ২ হাজার ৯৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২।

গ্রেপ্তার মমিনুল ইসলাম মমিন ড্রাগ হাউজের মালিক। তার বাড়ি গাবতলী উপজেলার গজারিয়া গ্রামে।  

র‌্যাব-১২ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে মেরীনা মার্কেটের মমিন ড্রাগ হাউজে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে। এরপর শনিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে দোকান মালিক মমিনকে ২ হাজার ৯৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াডন লিডার) সোহরাব হোসেন জানান, মমিন ওষুধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মমিনের বিরুদ্ধে সদর থানায় প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।