গাইবান্ধার গোবিন্দগঞ্জে সালিশে দুই পক্ষের সংঘর্ষে হাফিজার রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। নিহত হাফিজার রহমান উপজেলার শালমারা ইউনিয়নের গাড়ামারা ঘুগা গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। 

জানা গেছে, উপজেলার শালমারা ইউনিয়নের গাড়ামারা ঘুগা গ্রামের আব্দুস ছাত্তার ও একই গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বিবাদমান দ্বন্দ্ব মেটানোর জন্য শুক্রবার সকালে সালিশ বৈঠকের ব্যবস্থা করেন গ্রামের লোকজন। বৈঠক চলাকালে উভয়পক্ষের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাঠি নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হানপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত হাফিজার রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান হাফিজার রহমান। 

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. ইজার উদ্দিন বলেন, ঘটনা শুনেছি। কিন্তু কোন লিখিত অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।