সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তবে অনলাইনে ক্লাস চলবে । শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের বিস্তার রোধে শুক্রবার সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ১১টায়  রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একাডেমিক কাউন্সিলের ১৪তম (বিশেষ) অনলাইন সভা বিশ্ববিদ্যালয়ের  ভিসি প্রফেসর ড. শাহ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস এবং পরীক্ষা ২৩ জানুযারী থেকে ৬ ফেব্রুয়ারী পযর্ন্ত বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি অনলাইন ক্লাস চালু থাকার কথা কলা হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে চলার, জরুরি পরিসেবা সমুহ ( স্বাস্থ্য সেবা, পরিস্কার পরিছন্নতা, বিদ্যুৎ, পানি, যানবহন ইত্যাদি) যথারীতি চালু থাকার সিদ্ধান্ত গৃহীত হয় ।

 ওই বিজ্ঞপ্তিতে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংশ্লিষ্টদের সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য এবং শিক্ষার্থীদের নিজ নিজ আবাস্থলে স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলার পরামর্শ দেওয়া হয়।