বাংলাদেশ কৃষক লীগের ফরিদপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কবি জসিমউদদীন হলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামসুল হক ভোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আঃ ওয়াদুদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল আলম মাও, সহ-সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম লিটু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জামাল হোসেন মুন্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ। 

এতে আরও বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. প্রদীপ কুমার দাস লক্ষণ ও সদর উপজেলা আহ্বায়ক শেখ আকতার। সভায় জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।