- সারাদেশ
- যাত্রাবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষ: ড্রাইভার ও হেলপার গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষ: ড্রাইভার ও হেলপার গ্রেপ্তার

দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন বৃষ্টি এখনও জানে না তার বাবা-মা আর নেই
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি যাত্রী একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় ঘাতক বাসের ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার মানিকগঞ্জ সদর ও রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র্যাব-১০ এর একটি দল তাদের গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবব সদর দপ্তরের লিগ্যার অ্যান্ড মিডিয়া শাখার সহকারী পরিচালক আ. ন. ম ইমরান খান। তিনি বলেন, এই বিষয়ে সন্ধা সাড়ে ৬টায় র্যাব-১০ এর যাত্রাবাড়ীর ধলপুর কার্যালয়ে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।
শুক্রবার সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটেছিল। বাস-সিএনজি সংঘর্ষে যে তিনজন মারা যান তারা সবাই এক পরিবারের সদস্য। মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ইউটার্ন ঘোরার সময় সিএনজিকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাসটি। এতে নিহত হন, আবদুর রহমান (৬০), তার মেয়ে শারমিন বেগম (৩৮) ও মেয়ের স্বামী রিয়াজুল (৪৫)।
ওই দুর্ঘটনায় বেঁচে যায় শারমিনের মেয়ে বৃষ্টি (৬) ও অটোরিকশাচালক রফিক (৪২)। জরুরি বিভাগে বৃষ্টি ও রফিকের চিকিৎসা চলছে।
মন্তব্য করুন