নরসিংদীর বেলাবতে এক দিনের ব্যবধানে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শনিবার নৃশংস হত্যার শিকার হয়েছে এক কিশোর। এক দিনের ব্যবধানে দুই খুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর ছায়েট গ্রামের একটি কলাবাগান থেকে আনুমানিক ১৭ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার চোখ উপড়ানো এবং মুখ সুপার গ্লু দিয়ে আটকানো ছিল। নিহতের পরিচয় বা হত্যার কোনো ক্লু জানাতে পারেনি পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার দুলালকান্দি এলাকায় রিপন মিয়া নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

বেলাব থানার এসআই গিয়াস উদ্দীন জানান, শনিবার উদ্ধার কিশোরের পকেটে কিছু খুচরা টাকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই কিশোরও অটোরিকশাচালক ছিল।

বেলাব থানার ওসি শাফায়েত হোসেন পলাশ অবশ্য দুই খুনের মধ্যে কোনো মিল নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, এখনও এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি। 

এদিকে মরদেহ উদ্ধারের পর পিবিআই পুলিশ, সিআইডি, ডিএসবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।