বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলগুলো খোলা রেখে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় একাডেমি কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ববি উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। ববির প্রক্টর ড. খোরশেদ আলম  শনিবার বিকেলে এ সিদ্ধান্তের কথা  নিশ্চিত করেছেন। 

করোনাভাইরাসে নতুন করে সংক্রমণ শুরুর পর সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় সরকারি নির্দেশনায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে ববির শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা ও ক্লাস নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। এ কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করে। 

সভা সূত্র জানায়, সরকারের প্রজ্ঞাপন ও শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়টি বিবেচনা নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ডাকা  একাডেমিক কাউন্সিলের এই সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো  চালু রেখে ঘোষিত এবং চলমান সেমিস্টার, বর্ষ ফাইনাল পরীক্ষাগুলো এবং ভর্তি কার্যক্রমও যথারীতি অব্যাহত থাকবে। তবে সশরীরে পাঠদানের বদলে পাঠদান হবে অনলাইনে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক সব কার্যক্রম সশরীরে চলমান থাকবে। একইসঙ্গে সশরীরে পরীক্ষা কার্যক্রমে অংশ নিতে শিক্ষার্থীদের যাতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে না হয় সে জন্য পরীক্ষার সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনগুলো চলাচল করবে।