- সারাদেশ
- ২০২১ সালে সড়কে ৭৮০৯ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি
২০২১ সালে সড়কে ৭৮০৯ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রতিবেদনের তথ্য তুলে ধরেন - সমকাল
গত বছর দেশে পাঁচ হাজার ৬২৯টি সড়ক দুর্ঘটনায় সাত হাজার ৮০৯ জন নিহত ও নয় হাজার ৩৯ জন আহত হয়। ২০২১ সালে রেলপথে ৪০২টি দুর্ঘটনায় ৩৯৬ জন নিহত ও ১৩৪ জন আহত হয়।
একই সময়ে নৌপথে ১৮২টি দুর্ঘটনায় ৩১১ জন নিহত ও ৫৭৮ জন আহত হয়, নিখোঁজ থাকে ৫৪৪ জন। বিদায়ী বছরে সড়ক, রেল ও নৌপথে সবমিলিয়ে ছয় হাজার ২১৩টি দুর্ঘটনায় আট হাজার ৫১৬ জন নিহত ও ৯ হাজার ৭৫১ জন আহত হয়।
বেসরকারি সংগঠন যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরেন সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
মন্তব্য করুন