- সারাদেশ
- দুই ইউপি সদস্য প্রার্থীকে এক লাখ টাকা জরিমানা
দুই ইউপি সদস্য প্রার্থীকে এক লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুরে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ জরিমানা আদায় করা হয়।
তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মন্দিয়াতা গ্রামের ইউপি সদস্য প্রার্থী আলী রেজা ও সাজিনুর মিয়ার পক্ষের লোকজন আচরণ বিধি লংঘন করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে রাতে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ইউপি সদস্য প্রার্থী আলী রেজা ও সাজিনুর মিয়াকে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যান। এ সময় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তাহিরপুর থানার এসআই মো. গোলাম হক্কানী বলেন, জরিমানার টাকা রাত ১ টায় পরিশোধ করায় দুই ইউপি সদস্য প্রার্থীকে ছেড়ে দেয়া হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন,নির্বাচন আচরণ বিধি ও করোনা ভাইরাস জনিত নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মন্তব্য করুন