- সারাদেশ
- সোনাগাজীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার
সোনাগাজীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার নুর ইসলাম রাসেল - সংগৃহীত
ফেনীর সোনাগাজীতে তিনটি আগ্নেয়াস্ত্রসহ নুর ইসলাম রাসেল (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার রাসেল সোনাগাজীর সদর ইউনিয়নের মাঝিবাড়ির আব্দুল করিমের ছেলে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সোহেল কামাল বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
ফেনী জেলার গোয়েন্দা পুলিশের ওসি মেজবাহ উদ্দিন সমকালকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাঝিবাড়িতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে দেশে তৈরি দুটি এলজি, একটি একনলা বন্দুক ও একটি বড় রামদা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন,মামলা দায়েরের পর তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমাণ্ড চাওয়া হয়েছে। আদালত রিমাণ্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে প্রেরণ করেন।
মন্তব্য করুন