- সারাদেশ
- গৃহকর নয়, বাড়বে করের আওতা: রেজাউল করিম
গৃহকর নয়, বাড়বে করের আওতা: রেজাউল করিম

চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। ফাইল ছবি
চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, গৃহকর নয়, করের আওতা বাড়ানো হবে। নগরবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
মঙ্গলবার নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে চসিকের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
পুনঃমূল্যায়নের ভিত্তিতে নগরের গৃহকর আদায়ের উদ্যোগ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে নিষেধাজ্ঞার কারণে আটকে গিয়েছিল, সেটি গত ১৮ জানুয়ারি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে পুনঃমূল্যায়নের ভিত্তিতে গৃহকর আদায়ে আর কোনো বাধা নেই। এ অবস্থায় কর বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নগরের মানুষ।
সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, কোনো কর বাড়ানো হবে না। কেবল করের আওতা বাড়ানো হবে। সবশেষ গৃহকর পুনঃমূল্যায়নে যদি কোনো অসঙ্গতি থাকে এবং কেউ যদি আপিল করেন, তাহলে সহনীয় পর্যায়ে কর নির্ধারণ করা হবে।
সিটি করপোরেশনের বিধি বিধানের আওতায় কর উপযোগী খাত চিহ্নিত করে কর আদায়ের নির্দেশনা দেন মেয়র।
২০১৬-১৭ অর্থবছরে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের আমলে পঞ্চবার্ষিকী কর পুনঃমূল্যায়ন করা হয়েছিল। এর ভিত্তিতে সরকারি-বেসরকারি খাতে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর ঘোষণা এলে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলনের মুখে ২০১৭ সালের ১০ ডিসেম্বর সেটি স্থগিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রেজাউল করিম চৌধুরী চসিকে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই স্থগিতাদেশ প্রত্যাহারের পদক্ষেপ নেন।
চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, কাউন্সিলর মো. ইসমাইল, আবদুস সালাম মাসুম, আবদুল মান্নান, ওয়াসিম উদ্দিন চৌধুরী, জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, সলিমুলল্গাহ বাচ্চু, আতাউলল্গাহ চৌধুরী, মোবারক আলী, কাজী নুরুল আমিন, গাজী শফিউল আজিম, জহুরুল আলম জসিম, আবদুল বারেক, মো. ইলিয়াছ, নাজমুল হক ডিউক।
মন্তব্য করুন