- সারাদেশ
- ফরিদপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
ফরিদপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ফরিদপুরের বোয়ালমারীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। বুধবার দুপুরে বোয়ালমারী ইউনিয়নের কালিআন্ড বাজারের পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা বেগম, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, নরসিংদী মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস বেগমসহ স্থানীয় আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মাহমুদা বেগম কৃক বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন