- সারাদেশ
- বগুড়ায় বিক্রয় নিষিদ্ধ ৮ হাজার পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বগুড়ায় বিক্রয় নিষিদ্ধ ৮ হাজার পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় বিক্রয় নিষিদ্ধ মাদক হিসেবে ব্যবহার করা ৮ হাজার ১৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শহরের খান মার্কেটের একটি ফার্মেসির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মৃত আফজাল হোসেনের ছেলে আপেল মাহামুদ (৩২) ও সুজাবাদ গ্রামের মোজাহার আলীর ছেলে নুরুজ্জামান ফকির (৩০)।
র্যাব-১২ বগুড়া শুক্রবার সকালে তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দু'জন যুবক মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য শহরের খান মার্কেটে এসেছেন। এরপর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৮ হাজার ১৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াড্রন লিডার) সোহরাব হোসেন জানান, গ্রেফতার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধ প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন