- সারাদেশ
- অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ৩
অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ৩

সড়ক দুর্ঘটনায় নিহতের এক স্বজনের আহাজারি। ছবি: সমকাল
মানিকগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীসহ চালক তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে জেলার মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-অটোরিকশাচালক জাহিদ (৪০) এবং যাত্রী রহমান (২৫) ও রাজ্জাক (৩০)। তাদের বাড়ি হরিরামপুর উপজেলার হাপানিয়া গ্রামে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ।
তিনি বলেন, দুপুরে পাটুরিয়ামুখী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক জাহিদ ও যাত্রী রহমান মারা যান। গুরুতর আহত অটোরিকশার আরেক যাত্রী রাজ্জাককে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।
মন্তব্য করুন