- সারাদেশ
- সুবর্ণচরে ৩০০ অসহায় মানুষকে শীতবস্ত্র দিল পারি ফাউন্ডেশন
সুবর্ণচরে ৩০০ অসহায় মানুষকে শীতবস্ত্র দিল পারি ফাউন্ডেশন

শীতের উষ্ণতা বিলিয়ে দিতে নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচরের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পারি ফাউন্ডেশন। গত ২৯ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বর ও খাসেরহাটসহ বিভিন্নস্থানে তিন শতাধিক নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেছে তারা।
এসময় উপস্থিত ছিলেন পারি ফাউন্ডেশনের নোয়াখালী শাখার স্বেচ্ছাসেবক নুর মোহাম্মদ মনু, রাসেল, ফিরোজ, শাকিল, ইকবাল ও বায়েজিদ।
পারি ফাউন্ডেশনের সভাপতি আবু তালেব জানান, তারা অবহেলিত ও ভাসমান মানুষদের নিয়ে কাজ করেন। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদেরকে এসব অসহায় মানুষদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
২০১৬ সালের মার্চ মাসে পারি ফাউন্ডেশন আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে অসহায় ও হতদরিদ্র মানুষকে নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। প্রতি বছরই কুড়িগ্রাম ও গাইবান্ধার বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া অসহায় মানুষের মাঝে কোনো অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার সংগ্রহ ও বিতরণ, মাত্র দুই টাকার বিনিময়ে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, পাখির নিরাপদ-নিবাস প্রতিষ্ঠা, রমজানে ইফতার বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদানসহ অসংখ্য কার্যক্রম পরিচালনা করছে পারি ফাউন্ডেশন। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন