এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় দায়ী চার সরকারি কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় বুধবার তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট দুটি সংস্থাকে নির্দেশ দিয়েছে।

অভিযুক্ত চার কর্মকর্তা হলেন- লঞ্চের ফিটনেস পরীক্ষাকারী নৌ অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মাহবুবুর রশীদ ও একই সংস্থার পরিদর্শক হাবিবুর রহমান, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (নৌ নিরাপত্তা) জয়নাল আবেদীন এবং একই সংস্থার পরিবহন পরিদর্শক দীনেশ দাস।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমবারের মতো গঠিত নাগরিক তদন্ত কমিটির প্রতিবেদনেও এই চার কর্মকর্তাসহ মোট ১২ জনকে দায়ী করে গত ২২ জানুয়ারি প্রতিবেদন প্রকাশ করা হয়।

অভিযুক্ত অন্যরা হলেন- লঞ্চটির চার মালিক, দুই মাস্টার ও দুই ড্রাইভার। তাদের বিরুদ্ধে নৌ আদালতে মামলা হয়েছে। আট আসামির মধ্যে সাতজন কারাগারে আছেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দিবাগত ভোর রাতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে ঝালকাঠির সুগন্ধা নদী অতিক্রমকালে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বরগুনা, ঝালকাঠি ও ঢাকায় তিনটি মামলা হয়েছে। মামলায় লঞ্চের মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার হয়।