- সারাদেশ
- কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর ভাতিজার ওপর হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত
কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর ভাতিজার ওপর হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত

হামলার ঘটনার পর মির্জা মাশরুর কাদের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাতিজা, বসুহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষ থামাতে গিয়ে ওসিসহ সাতজন পুলিশ আহত হয়। বুধবার রাত ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে।
তাশিক মির্জার দাবি, ‘রামপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহার চৌধুরীর সমর্থনে রামপুরের বাঞ্চারামে গণসংযোগ শেষে বামনী বাজারে প্রার্থীর অফিসে দাঁড়িয়ে ছিলেন তারা। এই সময় প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী সিরাজিস সালেকিন রিমনের (সেতুমন্ত্রীর ভাগিনা) নেতৃত্বে কয়েকজন লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায় ও দোকানপাট ভাঙচুর করে। এ সময় সেতুমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করে। হামলায় তিনি এবং রাব্বি, মিঠু, দেলোয়ার, ফায়েদ ও শাকিবসহ ৫০ জন আহত হন।’ হামলার ঘটনার প্রতিবাদে বুধবার রাতে বসুরহাট পৌরসভায় বিক্ষোভ মিছিল করেন কাদের মির্জা সমর্থিতরা।
তবে সেতুমন্ত্রীর ভাগ্নে সিরাজিস সালেকিন রিমন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এখানে কোথায়ও হামলার ঘটনা ঘটেনি। আমার ভোট করার কারণে কাদের মির্জা কর্তৃক রামপুরের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনসার উল্যাহকে মারধরের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এসব অভিযোগ করা হয়েছে।’
সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন কয়েকজন পুলিশ সদস্য
রামপুর ইউনিয়নের কাদের মির্জা সমর্থিত মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল বাহার চৌধুরী বলেন, পুলিশ বিনা উসকানিতে আমার সমর্থকদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে। এতে তাশিক মির্জাসহ অনেক নেতাকর্মী আহত হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন জানান, সংঘর্ষ থামাতে গিয়ে আমিসহ সাতজন পুলিশ আহত হই। আহতরা হলেন, এস আই আবদুল আউয়াল সুমন, এস আই আবদুল মোমিন, কনস্টেবল মো. আলমগীর হোসেন, তানভীর আহম্মেদ, উথোয়াই চিং রোয়াজা ও বিধান দেবনাথ। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে কোম্পানীগঞ্জের ৮টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও সহিংসতার কারণে কোনো পক্ষকে নৌকার প্রতীক দেয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ।
মন্তব্য করুন