- সারাদেশ
- রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল
রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল

রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার দুপুর পৌনে ৩টার দিকে শিবিরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর রাজীব চত্বর থেকে হঠাৎ করে মিছিলটি শুরু করে বহরমপুর গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক শিবিরকর্মী রোববার দুপুর পৌনে ৩টার দিকে রাজীব চত্বর থেকে মিছিলটি বের করে। এ সময় তারা মিছিল থেকে 'ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ' বলে স্লোগান দিতে থাকে। পরে তারা বহরমপুরে এক পথসভা করে। সেখানে তারা বলেন, ছাত্র শিবিরের ১৪৫ জন সদস্যকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে। শিবির কোনো প্রকার মাদকের সঙ্গে জড়িত নয়। তারপরও এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। শিবিরকে কেন প্রতিপক্ষ মনে করা হচ্ছে? এই বক্তব্য চলার সময়ই পুলিশের গাড়ির হুইসেল বাজতে থাকলে নেতা-কর্মীরা পালিয়ে যায়।
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি তদন্ত মাইদুল ইসলাম বলেন, শিবির অনুমতি ছাড়াই এক থেকে দেড় মিনিট সময়ের মধ্যে একটি ঝটিকা মিছিল বের করে। পুলিশ যেতেই তারা পালিয়ে যায়।
মন্তব্য করুন