- সারাদেশ
- চট্টগ্রাম এক প্রান্তে শিবিরের ঝটিকা মিছিল, অন্য প্রান্তে পণ্ড
চট্টগ্রাম এক প্রান্তে শিবিরের ঝটিকা মিছিল, অন্য প্রান্তে পণ্ড

চট্টগ্রাম নগরের এক প্রান্তে পুলিশি ধাওয়ায় পণ্ড হলেও অন্য প্রান্তে নির্বিঘ্নে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। রোববার সকালে নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় ও বন্দর থানার তালতলা এলাকায় ঝটিকা মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। এর মধ্যে মৌলভী পুকুরপাড় এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় নেতাকর্মীরা। তবে বন্দর থানার তালতলা এলাকায় নির্বিঘ্নে ঝটিকা মিছিল করে ফিরে গেছে তারা।
পুলিশ সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর উত্তর শাখার নেতাকর্মীরা সকাল ৮টার দিকে জড়ো হয় মৌলভী পুকুরপাড় এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সেখানে সাদা পোশাকে অবস্থান করে পুলিশ। শিবির নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করা চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়ে ব্যানার ফেলে পালিয়ে যায় নেতাকর্মীরা।
চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান সমকালকে বলেন, শিবিরের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা ঘটাতে পারে আশঙ্কা করে আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। সকালে তারা জড়ো হচ্ছিল। আবার পুলিশ দেখে নিজেরাই পালিয়ে গেছে।
এর আগে বন্দর থানার পোর্ট কানেক্টিং সড়কের তালতলা সিরাজুল হক অ্যান্ড সন্স পেট্রল পাম্পের সামনে জড়ো হয়ে শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি চট্টগ্রাম বন্দর পূর্ব আবাসিক এলাকা মসজিদের সামনে ঘুরে আবার পেট্রল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। সড়কে শিবির নেতাকর্মীরা ১৫ মিনিটের মতো অবস্থান করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বন্দর থানার ওসি জাহেদুল কবির সমকালকে বলেন, শিবির মিছিল বের করতে পারে জেনে পুলিশ আগে থেকেই সতর্ক ছিল। মাঠে ছিল টহল টিম। শিবির মিছিল বের করেছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় টহল টিম। এর আগেই তারা পালিয়ে গেছে। কয়েক মিনিট হয়তো তারা সড়কে অবস্থান করেছে।
মন্তব্য করুন