- সারাদেশ
- দুই হাজার বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
দুই হাজার বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১

জব্দ করা মাদক
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের পানিহাটা এলাকা থেকে দুই হাজার ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় সাইফুল ইসলাম বাপ্পি নামে (৩৫) এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার ভোরে নালিতাবাড়ী-হালুয়াঘাট সীমান্ত সড়কের পানিহাটা এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ভারতঘেঁষা পানিহাটা এলাকার নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কে অভিযান চালান। তাদের উপস্থিতি টের পেয়ে পিকআপ ও ইজিবাইক ভর্তি ফেনসিডিলের চালান ফেলে পালিয়ে যান চালক ও মাদকবিক্রেতারা। পরে সঙ্গে থাকা দুই মোটরসাইকেলের একজনকে আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
আটক সাইফুল ইসলাম বাপ্পি হালুয়াঘাটের মাদকবিক্রেতা বলে জানা গেছে। পরে তাকে মাদকের চালান, পরিবহনসহ রামচন্দ্রকুড়া ক্যাম্পে আনা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান, জব্দ করা মাদকের মূল্য ৩০ লক্ষাধিক টাকা হবে।
মন্তব্য করুন