- সারাদেশ
- মা দেখলেন, পানিতে ভাসছে শিশুটির লাশ
মা দেখলেন, পানিতে ভাসছে শিশুটির লাশ

ভোলার মনপুরায় পুকুরের পানিতে পড়ে নাইম নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নাঈম উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শরীফের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে শিশুটি বাড়ীর উঠানে খেলতে যায়। শিশুর মা ঘরের কাজ শেষে দেখতে না পেয়ে খোজাঁখুজি করেন। এক পর্যায়ে মা দেখলেন, ঘরের পাশে থাকা পুকুরে শিশুটির লাশ পানিতে ভাসছে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাইদ আহম্মেদ বলেন, ‘পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় কোনো মামলা হয়নি।’
মন্তব্য করুন