- সারাদেশ
- রাজশাহীতে করোনা শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ
রাজশাহীতে করোনা শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৯ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ৬০ শতাংশ। এ সময়ের মধ্যে রামেক হাসপাতলের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রামেক হাসপাতাল পরিচালকের পাঠানো রিপোর্টে জানা যায়, রামেক হাসপাতালের ল্যাবে বৃহস্পতিবার ১৮৩টি নমুনা পরীক্ষায় ২৬ জনের পজিটিভ আসে। রাজশাহী মেডিকেল কলেজের অপর ল্যাবে এদিন রাজশাহীর ২০৬টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা পজিটিভ আসে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন ৫৫ জন রোগী। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪০ জন।
রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সংক্রমণ অনেকটাই দ্রুত সময়ের মধ্যে কমে আসছে, মৃত্যুও কম। তবে ডেল্টা ভ্যারিয়েন্টে যারা আক্রান্ত হচ্ছে তাদের অনেকেই মারা যাচ্ছেন। সবাইকে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মন্তব্য করুন