‘আমরা নবীন ডাক্তার, সেবাই আমাদের অঙ্গীকার’ এ স্লোগান তুলে ধরে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে গঠন করা হয়েছে ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) কমিটি। বৃহস্পতিবার ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয় শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

আইডিএর নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন ডা. রাকিন আহম্মেদ খান ও সাধারণ সম্পাদক করা হয়েছে ডা. মো. আমরিন মামুনকে। এছাড়া সহ-সভাপতি হয়েছেন ডা. রাশেদ মাহমুদ, ডা. আতিকুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক ডা. ইমজামাম উল ইসলাম ও ডা. সজল সরদার, সাংগঠনিক সম্পাদক ডা. গোলাম মাহমুদদ সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. আতিকুর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক ডা. মিমতাসির মনির একা, সহ-সাংস্কৃতিক সম্পাদক ডা. বৃষ্টি দত্ত, ক্রিড়া সম্পাদক ডা. আব্দুল্লাহ রাকিব আল হাসান, ক্লাব সম্পাদক ডা.  ইশতিয়াক আহম্মেদ শান্ত।

মহিলা সম্পাদক করা হয়েছে পাঁচজনকে। তারা হলেন, ডা. ফারিয়া মেহজাবিন, ডা. প্রনতি রায়, ডা. জান্নাতুল ফেরদৌস কান্তা, ডা. অর্থি রহমান ও ডা. অনিন্দিতা সাহা। সদস্য করা হয়েছে ডা. মেহেদী হাসান, ডা. রেদোয়ান উল ইসলাম, ডা. সাগর সাহা ও ডা. সোহেল রানাকে।

পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, শেবাচিম হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট বিরাজ করছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাধারণ সেবা ইন্টার্ন চিকিৎসকরা দিয়ে থাকেন। এ কারণে অনেক সময় তাদের নানা রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়। এসব কারণে এবং পেশাগত স্বার্থ রক্ষায় ইন্টার্ন চিকিৎসকরা সংগঠিত হয়ে কমিটি গঠন করেছেন।

নবগঠিত কমিটির সভাপতি ডা. রাকিন আহম্মেদ খান বলেন, ইন্টার্ন চিকিৎসকরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাসেবা দিতে বড় ভূমিকা রাখছেন। পেশাগত স্বার্থ রক্ষা এবং নিজেদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।