- সারাদেশ
- নোয়াখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
নোয়াখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রতীকী ছবি
নোয়াখালীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক সড়কে গাবুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নূর মোহাম্মদ (৩২)। তিনি হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মাস্টার সর্দার টেক এলাকার মৃত শফিউল আলমের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি জাহেদুল হক রনি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, সন্ধ্যার দিকে নূর মোহাম্মদ মোটরসাইকেলযোগে জেলা শহর মাইজদীর উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে মোটরসাইকেলটি গাবুয়া নামক এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী যুবক মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনতা বাসটি আটক করে বেগমগঞ্জ মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল করে। এরপর চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মৃদুল কান্তি কুরি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। একইসঙ্গে ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন