- সারাদেশ
- শীতবস্ত্র বিতরণ করল আইডিইবি ফরিদপুর
শীতবস্ত্র বিতরণ করল আইডিইবি ফরিদপুর

শীতবস্ত্র তুলে দিচ্ছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সংশ্লিষ্টরা, ছবি: সমকাল
সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ফরিদপুর জেলা শাখা।
শনিবার সকালে ফরিদপুর আইডিইবি মিলনায়তনে অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান শামীম।
এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদ উদ্দিন আহমেদ, আইডিইবি ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. আজিজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক একেএম শামসুল হক মনি ও যুগ্ম সাধারণ সম্পাদক সামচুদ্দীন তালুকদার।
আইডিইবি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম শামসুল হক মনি বলেন, আইডিইবি সবসময় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে। এরই অংশ হিসেবে আজ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দুই শতাধিক নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন