- সারাদেশ
- সেন্টমার্টিনে এক কাছিম ডিম দিল ১০৮টি
সেন্টমার্টিনে এক কাছিম ডিম দিল ১০৮টি

পর্যটকদের ভিড়, জেলেদের আগ্রাসী শিকার আর দূষণ কচ্ছপদের ঠেলে দিয়েছিল দূরে। পর্যটক কমে যাওয়ায় সেন্ট মার্টিনের নির্জন সৈকতে ডিম দিয়ে দিচ্ছে কাছিম। শনিবার আড়াইটার দিকে সেন্টমার্টিনের কোনা সৈকতে হঠাৎ একটি কাছিম সৈকতের পাড়ে এসে ডিম ছাড়তে থাকে। একে একে ওই কাছিমটি ১০৮টি ডিম ছেড়ে সাগরে ফিরে যায়। এ দৃশ্য স্থানীয় একজন ভিডিওতে ধারণ করেছেন।
স্থানীয় জয়নাল জানান, ‘প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের চাপসহ বিভিন্ন কার্যক্রমের কারনে কাছিমসহ প্রবালগুলো অনেক দিন দেখার সুযোগ হয়নি। কিন্তু হঠাৎ দ্বীপের কোনাপাড়া সৈকতে পাড়ে এসে দিন দুপুরে মানুষের ভিড়ের মধ্যেই একে একে ১০৮টি ডিম দেয় একটি কচ্ছপ। পরে কচ্ছপটি সাগরে চলে যায়। এরপর পরিবেশেরকর্মীরা এসে ডিমগুলো তাদের হ্যাচরীতে নিয়ে যায়।’
এ বিষয়ে সেন্টমার্টিনে পরিবেশে অধিদপ্তরের অফিস সহকারী আবদুল আজিজ জানান, ‘শনিবার দুপুরে সৈকতে পাড়ে এসে একটি কাছিম ১০৮টি ডিম দিয়ে আবার সাগরে ফিরেছে। অন্তত চার বছর পর দিন প্রবাল দ্বীপে এমন দৃশ্য দেখা গেছে। এটি খুবিই ভালো দিন। মূলত দ্বীপে পর্যটকদের চাপসহ পরিবেশ বিপর্যয়ের কারনে কাছিমগুলো আসার সুযোগ পায়নি। কাছিমের ডিমগুলো পরিবেশ অধিদপ্তরের মেরিন পার্কে নিয়ে রাখা হয়েছে।’
মৎস্য ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, গত পাঁচ বছরে সেন্টমার্টিন দ্বীপসহ প্রায় ১২৫ কিলোমিটারের কক্সবাজার সৈকতে ডিম পাড়তে এসে মারা গেছে অন্তত চার হাজার মা-কচ্ছপ। কাছিমের ডিম খেয়ে ফেলেছে বেওয়ারিশ কুকুর। দ্বীপে বেওয়ারিশ কুকুরের সংখ্যা প্রায় ছয় হাজার।
জানতে চাইলে ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) কক্সবাজারের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল উল্লাহ মামুন বলেন, ‘পর্যটকদের অবাধ যাতায়াত, সৈকতে লাইটিং, রাতে উচ্চ মাত্রায় শব্দ ও কুকুরের উৎপাতে সেন্টমার্টিন সৈকত উপকূলে মা কাছিম ডিম দিতে আসছে না। এখন কিছুটা পর্যটক কমেছে ফলে একটি কাছিম সৈকতে ডিম দিয়ে আবার সাগরে ফিরেছে। তাছাড়া এখন কাছিমের ডিম ছাড়ার মৌসুম চলছে। ফলে দ্বীপে পর্যটকসহ নিষিদ্ধসহ সকল নিষেধাজ্ঞা বাস্তবায়ন দরকার।’
মন্তব্য করুন