- সারাদেশ
- যুবলীগ নেতাকে কুপিয়ে পালাল দুর্বৃত্তরা
যুবলীগ নেতাকে কুপিয়ে পালাল দুর্বৃত্তরা

ছবি: সমকাল
দিনাজপুর কোতয়ালী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নানকে কুপিয়ে জখম করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের নান্দরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল হান্নান (৪৬) সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বাশেরহাট বহবলিপুর এলাকার মৃত কালু মিয়ার ছেলে ও কোতয়ালী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি।
ঘটনার প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বিটুল বলেন, রাতে আমরা তিনজন মোটরসাইকেল নিয়ে পুকুর পাড়ে যাচ্ছিলাম। নান্দর পাড়া গ্রামের বাঁশবাগানের কাছে গেলে ১৪-১৫ জনের দুর্বৃত্তের দল হাসুয়া নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়ায়। এ সময় আমরা আতঙ্কিত হয়ে রাস্তার ধারে লাফ দেই। পরে দুর্বৃত্তরা কাছে এসে হাসুয়া দিয়ে এলোপাথাড়িভাবে হান্নানকে কোপাতে শুরু করে। আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তাদের উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তিনি বলেন, স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হান্নানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে রাত ২টার দিকে হান্নানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ভিকটিমের পরিবারের সদস্যদের মামলা দায়ের করার জন্য বলা হয়েছে। তবে এখনও কোনো মামলা দায়ের হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন