নওগাঁ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে নওগাঁ সদর মডেল থানা চত্বরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

পুলিশ কর্মকর্তার দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তারা নওগাঁসহ বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলোর রঙ, চেসিস নাম্বার ও ইঞ্জিন নাম্বার ওভার লেপিং করে সেগুলো বিক্রয় করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁ শহরের ইঁদুর বটতলীর জালাল মোল্লা (২৬), শহরের খাস-নওগাঁ চকইলামের এসএম গোলাম রাব্বানী (৩৬), মধ্যদুর্গাপুর হাজিপাড়ার নাজিম উদ্দিন সরদার (৬৫) ও ইমরান হোসেন (৩৫), চকমুক্তার বউবাজারের নুরুল ইসলাম (৪৯), চকবাড়িয়া মধ্যপাড়ার নাহিদ হোসেন (২৫) এবং সদর উপজেলার মকরামপুর গ্রামের শরিফ হোসেন (৩১)।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন ও অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইবনে রহমান, সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। তাদের আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে।