- সারাদেশ
- নিজ সঙ্গে স্বর্গবাস, বিয়ে করলে সর্বনাশ!
নিজ সঙ্গে স্বর্গবাস, বিয়ে করলে সর্বনাশ!

র্যালি করেন চিরকুমার সংঘের সদস্যরা - সমকাল
নিজ সঙ্গে স্বর্গবাস, বিয়ে করলে সর্বনাশ- এ শ্লোগানে বিশ্ব ভালোবাসা দিবস বর্জনের ঘোষণা দিয়ে বরিশালে প্রতিবাদী র্যালি ও সভা করেছেন একদল তরুণ। নিখিল বাংলা চিরকুমার সংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার উদ্যোগে ব্যতিক্রমি এ কর্মসূচি পালিত হয়েছে।
সংগঠনটি সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে র্যালি বের করে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে পথসভা করেন।
পথসভায় বক্তব্য দেন নিখিল বাংলা চিরকুমার সংঘ ববি শাখার সভাপতি শিক্ষার্থী রাকিব হাসান, সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ, সহ-সভাপতি অভিক দে সাম্য, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাকী বিল্লাহ প্রমুখ।
সংঘের সভাপতি রাকিব হাসান বলেন, শিক্ষা জীবনে প্রেম করার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী অকালে ঝরে পড়েন। সম্পর্কের টানাপোড়নে অনেকে বিষন্নতায় ভোগেন। অনেকে আবার ঝুঁকে পড়েন নেশার দিকে। মাদকাসক্ত সন্তানদের নিয়ে অভিভাবকদের ভোগান্তির অন্ত থাকে না। লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তাদের রেজাল্ট খারাপ হয়।
মন্তব্য করুন