চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম দেওয়া এক নবজাতককে ফেলে রেখে উধাও হয়ে গেছেন মা। গত দুইদিনেও ওই নবজাতকের কোনো অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি। এতে করে নবজাতকটির আশ্রয়স্থল কোথায় হবে, তার ভবিষ্যৎ কী, এই দায়িত্ব কে নেবে, এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

কোনো সমাধান না পেয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নবজাতককে নিয়ে হাজির হয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ কন্যা সন্তানটিকে কোলে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। এতে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানা যায়, সম্প্রতি বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের ঠিকানায় বিলকিস আক্তার নামে এক নারী আনোয়ারা উপজেলা হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের কয়েক ঘণ্টা পর শিশুটিকে রেখে হাসপাতাল থেকে উধাও হয়ে যান মা। হাসপাতালে মায়ের সঙ্গে আসা স্বজনরাও দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।

পরে শিশুটির কান্না শুনে সবার টনক নড়ে। তার মা কিংবা অভিভাবক কারা, এ নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু গত দুইদিনেও কারও কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি শিশুটির দায়িত্ব নিয়ে হাসপাতালেও কেউ আসেননি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিদওয়ান আজাদ জানান, এক নারী হাসপাতালের রেজিস্ট্রারে বাঁশখালীর ঠিকানা দিয়ে ভর্তি হন। এরপর তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। পরে ওই ঠিকানায় খোঁজ নিয়ে দেখা যায়, ঠিকানাটি ভুয়া।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, শিশুটির অভিভাবকের ঠিকানার খোঁজ নেওয়া হচ্ছে। শিশুটি বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।