রাজবাড়ী-কুষ্টিয়া রেলপথের পাংশা উপজেলার কালিকাপুর রেলসেতু থেকে লাফ দিয়ে রোববার সন্ধ্যায় দুই তরুণ-তরুণী আহত হয়েছেন। সেতুতে অবস্থানের সময় ট্রেন চলে এলে লাফ দিতে বাধ্য হন তারা। বর্তমানে দু'জনই রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আহত তরুণের বাড়ি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এবং তরুণীর বাড়ি উপজেলার মৃগী ইউনিয়নে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কালিকাপুর এলাকার বাসিন্দা আতিকুর রহমান জানান, সেতুর ওপর একটি ছেলে ও একটি মেয়ে অনেকক্ষণ ধরে বসে ছিল। ওই সময় রাজবাড়ী থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতী এপপ্রেস ট্রেনটি সেতুর একদম কাছে চলে আসে। ট্রেনটি যখন সেতুতে উঠে পড়ে তখন আর অন্য পাশ দিয়ে সেতু পার হওয়ার কোনো সুযোগ ছিল না। তারা সেতু থেকে লাফ দিয়ে নিচে পানির পাশে মাটির অংশে পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্টাফ ব্রাদার তিতুমীর বিশ্বাস জানান, সেতু থেকে লাফ দিয়ে দু'জনই গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মেয়েটির অবস্থা বেশি খারাপ। তার কোমরের হাড় ভেঙে গেছে। মাথায়ও আঘাত লেগেছে। ছেলেটির মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। চিকিৎসক তাদের ঢাকায় পাঠিয়েছেন।
পাংশা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। কথা বলতে বলতে তারা সেতুর ওপর চলে গিয়েছিল।