- সারাদেশ
- ট্রেন চলে আসায় সেতু থেকে তরুণ-তরুণীর লাফ, দু'জনই হাসপাতালে
ট্রেন চলে আসায় সেতু থেকে তরুণ-তরুণীর লাফ, দু'জনই হাসপাতালে

রাজবাড়ী-কুষ্টিয়া রেলপথের পাংশা উপজেলার কালিকাপুর রেলসেতু থেকে লাফ দিয়ে রোববার সন্ধ্যায় দুই তরুণ-তরুণী আহত হয়েছেন। সেতুতে অবস্থানের সময় ট্রেন চলে এলে লাফ দিতে বাধ্য হন তারা। বর্তমানে দু'জনই রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আহত তরুণের বাড়ি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এবং তরুণীর বাড়ি উপজেলার মৃগী ইউনিয়নে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্টাফ ব্রাদার তিতুমীর বিশ্বাস জানান, সেতু থেকে লাফ দিয়ে দু'জনই গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মেয়েটির অবস্থা বেশি খারাপ। তার কোমরের হাড় ভেঙে গেছে। মাথায়ও আঘাত লেগেছে। ছেলেটির মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। চিকিৎসক তাদের ঢাকায় পাঠিয়েছেন।
পাংশা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। কথা বলতে বলতে তারা সেতুর ওপর চলে গিয়েছিল।
মন্তব্য করুন