নোয়াখালীর বেগমগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার জামান প্লাজার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

তারা হলেন, বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নের করিম ডাক্তার বাড়ির মো. শাহাজানের ছেলে সাইফুল ইসলাম মঞ্জু ওরফে হৃদয় (২৪) ও শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু তাহেরের ছেলে মো. মোজাম্মেল হোসেন (৪০)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সোমবার রাত ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিক্রেতা দুইজন দীর্ঘদিন ধরে এই কাজে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এছাড়া এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।