ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিশা আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পারদখলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, সকালে শিশুটি বৈদ্যুতিক লাইনে টেলিভিশনের প্লাগ লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামিনুর রশিদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে শিশুটি রক্তশূন্য হয়ে পড়ে। হাসপাতালে আসার আগে পথেই তার মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।