চট্টগ্রামের জিইসি মোড় সংলগ্ন সড়কে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওলিউল্লাহর ওপর হামলার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সমকালকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

ওসি জাহিদুল কবির বলেন, ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আসামি করে একটি মামলা হয়েছে। এদের মধ্যে চারজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছি আমরা।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার রাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নাজির আবুল কালাম আজাদ ৫ ব্যক্তিকে অভিযুক্ত করে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ম্যাজিস্ট্রেট ওলিউল্লাহ এবং তার স্ত্রী জিইসি মোড়ের ওয়েল ফুডের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় একটি প্রাইভেটকার তাদের পেছনে এসে হর্ন বাজাতে থাকে। ম্যাজিস্ট্রেট ওলিউল্লাহ গাড়ির আরোহীদের অহেতুক হর্ন না বাজানোর অনুরোধ জানালে তারা তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে জনসম্মুখে তাকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং এক ব্যক্তিকে সেখানে থেকে আটক করে। পুলিশ ম্যাজিস্ট্রেটকে হাসপাতালেও নিয়ে যায়।

ঘটনার পর রাতে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিচারকরা থানায় যান। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অপর ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে।